নিয়ন্ত্রণের বাইরে লন্ডনে করোনাভাইরাস “জরুরি অবস্থা জারি”
লন্ডন প্রতিনিধি: করোনা মহামারি প্রতিদিন বেড়েই চলেছে। ভয়াবহ এ পরিস্থিতি নিয়ন্ত্রনে লন্ডনে জরুরি অবস্থা জারি করেছে লন্ডন মেয়র। শুক্রবার ৮ জানুয়ারী, মেয়র সাদিক খান ‘গুরুতর পরিস্থিতি‘র (মেজর ইনসিডেন্ট) ঘোষণা দেন, যা জরুরি অবস্থা জারির সামিল। এই সময়ে তিনি জনগণকে ঘরে থাকার আহ্বান জানান। উল্লেখ্য, বড় ধরনের কোনও হামলা বা ভয়াবহ দূর্ঘটনা এবং বিশেষত যেসব ঘটনায় […]