রিঅ্র্যাকশনবিডি : যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি মো. আরজু মিয়ার মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আজ সকালে আরজুর বড় ভাই মাসুদ রানার করা অভিযোগের প্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মোহাম্মদ আদনান এই আদেশ দেন। গত ১৬ই আগস্ট এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় আরজুর বিরুদ্ধে মামলা হওয়ার পর র্যাব তাকে আটক করে এবং পরদিন সকালে কথিত বন্দুকযুদ্ধে এই ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।
ছাত্রলীগ নেতা আরজুর মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ
