রসিক নির্বাচনে জয়ের পথে লাঙ্গল

রসিক রংপুর সিটি কর্পোরেশ বা রসিক নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। সর্বশেষ প্রাপ্ত খবরে ১২৫টি কেন্দ্রের মধ্যে ১ লক্ষ ৫ হাজার ৮’শ ৮৫ ভোট পেয়ে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৪০ হাজার ৩‘শ ১৮ ভোট। আর বিএনপির কাওসার জামান বাবলা পেয়েছেন ২০ হাজার ৭‘শ ৪১ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। ভোট গ্রহন শেষে গননা শুরু হয়ে এখন পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মধ্যে ৮১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এরআগে পরীক্ষামূলকভাবে ইভিএম পদ্ধতিতে নেয়া কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। যাতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন সর্বোচ্চ ৬৭৪ ভোট। এছাড়াও আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৩৩৪ ও বিএনপির কাওছার জামান বাবলা পেয়েছেন ১১৭ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *