এবার ব্যবসায় একসঙ্গে নিপুণ-ইমন!

রিঅ্যাকশনবিডি (ডেস্ক): এবার ব্যবসায়িক পার্টনার হতে যাচ্ছেন। এর আগে একসঙ্গে চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনচিত্র এবং মঞ্চে কাজ করেছেন দুজন। সেই বন্ধুত্বের জের ধরেই এবার নিজেদের বন্ধুত্বকে ব্যবসার ক্ষেত্রে প্রসারিত করতে চাইছেন দুজন। তবে কোন ধরনের ব্যবসা, কবে থেকে শুরু করবেন তা জানতে আরও কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। গত সোমবার ঈদের জন্য ধারণকৃত মাছরাঙা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে অংশ নিয়েছেন ইমন-নিপুণ। এ অনুষ্ঠানে ইমন জানিয়েছেন, দীর্ঘ ছয় বছর তিনি কেন তার বিয়ের খবরটি গোপন রেখেছিলেন। কোন সহশিল্পী তার সবচেয়ে বেশি প্রিয়। সাত বছর শাকিব খানের সঙ্গে প্রায় এক ডজন ছবির প্রস্তাব ফিরিয়ে দেবার পরও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবিতে কেন কাজ করতে সম্মত হয়েছেন। নিপুণ জানিয়েছেন অনেক চমকপ্রদ তথ্য। এখন পর্যন্ত সোহানুর রহমান সোহানের কোন ছবিতে কাজ না করলেও এ পরিচালকই ছিলেন নিপুণের আবিষ্কারক। নিজের বিয়ে, সন্তান সবকিছু নিয়ে অকপটে আড্ডায় অংশ নিয়েছেন নিপুণ এবং ইমন। রুম্মান রশীদ খান ও অদিতির উপস্থাপনায়, রকিবুল আলম রুশো ও জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এ বিশেষ পর্বটি প্রচার হবে ঈদুল আজহার ৩য় দিন সকাল ৭টা থেকে ৯টা, মাছরাঙা টেলিভিশনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *