রাষ্ট্রদূত হচ্ছেন মুশফিক আনসারী

Mushfiqul Fazal Ansarey

সিনিয়র সচিব পদমর্যাদায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  সোমবার, ২১ অক্টোবর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মুশফিকুল ফজল আনসারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের সদর দপ্তর, স্টেট ডিপার্টমেন্ট অথবা যুক্তরাজ্যের ন্যাশনাল প্রেস ক্লাব সহ সকল জায়গায় বেশ আলোচিত মুখ। জাতিসংঘ বা হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচারবহির্ভূত হত্যা, অর্থ পাচার, নির্বাচন জালিয়াতি সহ আওয়ামী লীগের দুঃশাসনের বিভিন্ন বিষয় নিয়ে মূখপাত্রদেরকে নিয়মিত প্রশ্নের মুখে রাখতেন প্রথিতযশা এই সাংবাদিক। দেশে থাকাকালীন সময়ে সরকারের দ্বায়িত্বশীল ব্যাক্তিদেরকে নান বিষয়ে প্রশ্ন করে জবাবদিহির আওতায় আনতে চেষ্টা করার কারনে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন। প্রবাস জীবনে থেকে আরও বেশী সোচ্চার হয়েছেন ফ্যাসিজমের বিরুদ্ধে।

মুশফিকুল ফজল আনসারী প্রবাস জীবনে থেকেও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডি ডটকমের সম্পাদনার পাশাপাশি স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সদরদপ্তর ও হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেন। এসময় তিনি সাউথ এশিয়া পারস্পেকটিভস (এসএপি) এর নির্বাহী সম্পাদক, স্বাধীনতার অধিকার এর নির্বাহী পরিচালক ‍ও জাতিসংঘের সংবাদদাতা সমিতিতে কাজ করেছেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন। এ ছাড়া দৈনিক ইত্তেফাকের কূটনীতিক প্রতিবেদক, আইডিএ বিশ্বব্যাংক গ্রুপের সাবেক পরামর্শক, এনটিভি‘র হ্যালো এক্সেলেন্সি প্রগ্রামের উপস্থাপক হিসেবে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *