প্রতিবছরের মত এবারও লন্ডনে ৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যারিটি বোট রেইস। আসছে রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত ফেয়ারলপ ওয়াটার্স কান্ট্রি পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এ আয়োজন। গিফট ফাউন্ডেশন, নিউহ্যাম ইয়ুথ লিংক ও সিস্টার্স ফোরামের যৌথ উদ্যোগে প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে এ আয়োজন করে আসছে। আমাদের ব্যস্ততম জীবন থেকে কিছুটা সময় পরিবার ও সন্তানদের সাথে নিয়ে দেশীয় কৃষ্টি ও কালচারের সাথে পরিচয় করিয়ে দিতে স্বপরিবারে চলে আসতে পারেন। প্রতিবছরের মত এবারও উপস্থিত দর্শক ও তাদের সন্তানদের জন্যও রাখা হয়েছে নানা ধরনের আয়োজন।
এবারের চ্যারিটি বোট রেইসে উপজেলা গ্রুপ, সিস্টার্স গ্রুপে, মসজিদ গ্রুপ ও কমিউনিটি লিডার্স গ্রুপে ভাগ করে মোট ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগীতার মাধ্যমে অংশগ্রহনকারী দলগুলো আয়োজক প্রতিষ্ঠান অথবা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের জন্য ফান্ডরেইস করতে পারবেন। সেইসাথে তারা দলগত অথবা ব্যক্তিগতভাবে টাগ অফ ওয়ার, ক্যারম বোর্ড ও লঙ্গি দৌড় প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন। এছাড়াও সেখানে থাকবে চিল্ড্রেন এন্ড ইউথ এ্যাকটিভিটিজ, ফ্যান ফেয়ার সহ নানান আয়োজন। দিনটিকে উপভোগ করতে পরিবার নিয়ে চলে আসুন আর অতিত রোমন্থন করার পাশাপাশি প্রবাসে বড় হওয়া সন্তানদেরকে দিন দেশের আমেজ। পিকনিকের আমেজে বন্ধুবান্ধব ও পরিবারকে নিয়ে মেতে উঠুন অনাবিল আনন্দে।