রাজধানীতে ৪৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পুলিশ এই বিশেষ অভিযান চালায় বলে বাংলামেইলকে জানিয়েছেন ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।

তিনি জানান, মহানগরীর রমনা, লালবাগ, ওয়ারী, তেজগাঁও, মিরপুর ও গুলশান এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৮৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৪৭ পুরিয়া হেরোইন, ৫৬ বোতল ফেন্সিডিল, ১০১ কেজি ৭৯৭ গ্রাম গাঁজা ও ৩৮৮ টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মুনতাসিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *