২ আসামির যুদ্ধাপরাধের দোষ স্বীকার

ঢাকা: একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে সদ্য গ্রেপ্তারকৃত নেত্রকোণার দুই আসামি আব্দুর রহমান (৭৫) ও আহমদ আলী (৭৮)।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই আসামিরা তাদের সরল স্বীকারোক্তি প্রদান করেন।

এর আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আসামি দু’জনকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার বিষয়ে জানতে চান।

চেয়ারম্যান বিচারপতির প্রশ্নোত্তরে আসামিরা বলেন, ‘হ্যাঁ, আমরা একাত্তরে শান্তি কমিটির সদস্য ছিলাম। আমরা মাটি কেঁটেছি। গুলি বহন করে নিয়ে গিয়েছি। এসব কাজ আমরা করেছি’।

পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আসামিদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে কিনা জানতে চান। কিন্তু আসামিদের পক্ষে কোনো আইনজীবী থাকায় তাদেরকে আইনজীবী নিয়োগের আদেশ দিয়ে ট্রাইব্যুনাল উক্ত আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে আগামী ১ অক্টোবর পরবর্তী আদেশ দেয়া হবে বলে দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, এর আগে গত ১২ আগষ্ট বুধবার নেত্রকোনা জেলা থেকে মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগে পরোয়ানাভুক্ত এই দুই আসামি আবদুর রহমান ও আহমদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে আজ বৃহস্পতিবার তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *