রহিঙ্গাদের সহায়তায় মুনতাদা এইডের নাশিদ সন্ধ্যা

20171106_170452
মায়ানমারের রাস্ট্রিয় নির্যাতনের শিকার হয়ে জীবন নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১৩ লাখ রোহিঙ্গা মুসলমানদের জন্য সাহায্য কার্যক্রম অব্যাহত রেখেছে বৃটেনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা মুনতাদা এইড। চলতি বছর আগস্টে শুরু হওয়া নতুন সংঘর্ষের পর বাংলাদেশের আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদেরকে সার্বিক সহায়তা দিতে কাজ শুরু করে মুনতাদা এইড। খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা প্রদানের মাধ্যমে অসহায় রোহিঙ্গাদেরকে জরুরী ও মানবিক সেবা পৌচ্ছে দিচ্ছে। মায়ানমার সেনাবাহিনীর অব্যাহত নির্যাতনের মুখে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিদিনই বাংলাদেশে প্রবেশ করছে গড়ে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা শরনার্থী। এহেন পরিস্থিতিতে নিয়মিত জরুরী সাহয্য সহায়তা অব্যাহত রাখতে হিমসিম খেতে হচ্ছে প্রতিটি সাহায্য সংস্থাকে। সেইসাথে নির্যাতনের শিকার আহত মানুষদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি নানবিধ সহিংসতার শিকার শিশু-কিশোরদের জন্য দিতে হচ্ছে জরুরী মানসিক ও শারিরীক স্বাস্থ্য সেবা। এছাড়াও আছে নির্যাতিত ও গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ ও ইয়াতিমদের পূনর্বাসন ও সহায়তার মত বৃহ্ৎ কর্মকান্ড। মুনতাদা এইড এসকল বিষককে সামনে রেখে তাদের স্বল্প ও দীর্ঘ মেয়াদী কর্মকান্ড বাস্তবায়ন ও পরিচালনা করতে ভিন্ন ভিন্ন কর্মসূচী ও পরিকল্পনা গ্রহন করেছে। মুনতাদা এইড লন্ডন সহ ইউকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত নানা ধরনের সামাজিক ও বিনোদন মূলক কর্মকান্ড। অংশ নিচ্ছে মুনতাদা এইড। এরই ধারাবাহিকতায় ইমান চ্যানেলের উদ্যোগে অনুষ্ঠিত নাইট অফ ভোকালস্ নামের নাশিদ সন্ধ্যা ও বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলারদের নিয়ে লাইভ ইসলামীক লেকচার প্রগ্রাম লাইট আপন লাইট কনফারেন্স এ চ্যারিটি ফান্ডরাইজিং পার্টনার হিসেবে কাজ করছে মুনতাদা এইড। এই ডিসেম্বরের ২৩ তারিখ শনিবার লুটনের ভ্যেনু সেন্টারে, ২৪ তারিখ রবিবার বারমিংহামের দ্যা নিউ বিংলি হলে এবং ২৬ তারিখ লন্ডনের রয়েল রিজেন্সিতে অনুষ্টিত হবে নাইট অফ ভোকালস্ নামের নাশিদ সন্ধ্যা। এবারের নাইট অফ ভোকালস্ এ অংশ নিচ্ছে, উইকের সুনামধন্য নাশিদ শিল্পি ওমর ঈসা, কানাডা থেকে আগত শিল্পি সায়েদ, নাশিদ গ্রুপ লাব্বাইক ও ফয়সাল সালাহ। আর লাইট আপন লাইট কনফারেন্স অনুষ্ঠিত হবে শনিবার ৩০ তারিখ বারমিংহামের দ্যা নিউ বিংলি হলে এবং রবিবার ৩১ তারিখ লন্ডনের এস্কেল সেন্টারে। লাইট আপন লাইট কনফারেন্স উপস্থিত থাকছে, বিশিষ্ট ইসলামীক স্কলার ও পাবলিক স্পিকার মুসলিম বেলাল, কামাল সালেহ ও লিয়াম আনাটেট স্পেনসার। রোহিঙ্গা শরনার্থীদের নিয়মিত ও দীর্ঘ মেয়াদী সেবা ও সার্বিক সহায়তা অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও সামাজিক সচেতনতা বাড়াতে মুনতাদা এইড এ ধরনের নতুন নতুন কর্মসূচী পরিচালনা করছে।
“মুনতাদা এইড” তাদের ২৪ টি সহযোগী সংস্থার মাধ্যমে বিশ্বের ১৮টি দেশে মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। জরুরী সাহায্য কার্যক্রমের মাধ্যমে যুদ্ধবিদ্ধস্ত ও দূর্গত এলাকায় দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্য, শিক্ষা ও বিশুদ্ধ পানিসহ আর্তমানবতার সেবায় দীর্ঘদিন ধরে নানাবিধ কার্যক্রম অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের সনামধন্য হৃদরোগ বিষেশজ্ঞ ডাক্তারদের সমস্বয়ে গঠিত মেডিক্যাল টিম বাংলাদেশ ও আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বিনামূল্যে জটিল হৃদরোগের চিকিৎসা ও প্রয়োজনীয় অপারেশন পরিচালনা করছে।
একই সাথে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে ক্রমাগত ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। বন্যা, জলচ্ছাস বা শরনার্থী সহ যে কোন ধরনের জরুরী ইস্যুগুলোতে তাৎক্ষনিক সাহায্য পৌচ্ছে দিচ্ছে মুনতাদা এইড। দীর্ঘ ৮২ বছরেও রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়ায় নির্যাতিত এসকল মানুষদেরকে নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। নিতে হচ্ছে সল্প ও দীর্ঘ মেয়াদী নানান পরিকল্পনা। আর এ বৃহৎ পরিকল্পনার অংশ হয়ে বাংলাদেশের পাশে থাকতে চায় মুনতাদা এইড। এ লক্ষকে সামনে নিয়ে নিয়মিত খাদ্য, পানি ও ঔষুধ সরবরাহের পাশাপাশি ইয়াতিমদের পূনর্বাসন, বিষুদ্ধ পানির স্থায়ী সমাধানে গভীর ও অগভীর নলকূপ স্থাপন, বিভৎসতার শিকার শিশুদের মানষিক উ্ৎকর্ষতা বিকাশে স্থায়ী ট্রমা সেন্টার, স্বাস্থ্য, পুষ্টি, সাইকোসোস্যাল সাপোর্ট, শিক্ষা সহ নানাবিধ কর্মমান্ড নিয়ে কাজ করছে মুনতাদা এইড। যা ভবিষ্যতের বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সুস্বাস্থের অধিকারি শিক্ষিত সমাজ বিনির্মানে সহায়ক ভূমিকা রাখতে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *