রিঅ্যাকশনবিডি (ডেস্ক): পাবনার বেড়া উপজেলায় অপহরণকারী সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আজ দুপুরে উপজেলার সিঅ্যান্ডবি মোড়ে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন ধরে এলাকায় ছেলেধরা আতঙ্ক বিরাজ করছে। দুপুরে এ তিনজনকে সন্দেহ হলে স্থানীয়রা আটক করে গণপিটুনিতে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।