রিঅ্যাকশনবিডি (ডেস্ক): পরকীয়া ডেটিং ওয়েবসাইট ‘অ্যাশলি ম্যাডিসন’ ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার পর আত্মহত্যা করেছেন দুই ব্যক্তি। তারা দুজনই সাইটটি ব্যবহার করতেন। কানাডার পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হ্যাকাররা ওই দুই ব্যক্তির অনেক গোপন তথ্য প্রকাশ করেছে। আর সে কারণেই তারা আত্মহত্যা করেছে। এ খবর দিয়েছে বিবিসি। গত মাসে অ্যাশলি ম্যাডিসন ওয়েবসাইটের প্রায় ৩ কোটি ৯০ লাখ ব্যবহারকারী গোপন তথ্য ফাঁস করে দেয় হ্যাকাররা। পুলিশ জানিয়েছে, ওয়েবসাইটটি পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাভিড লাইফ মিডিয়া ওই হ্যাকারদের বিষয়ে তথ্যের বিনিময়ে ৫ লাখ কানাডিয়ান ডলার পুরস্কার ঘোষণা করেছে। পুলিশও ওই হ্যাকিংয়ের বিষয়ে তদন্ত চালাচ্ছে। এর আগে কানাডার দুটি ল’ ফার্ম অ্যাশলি ম্যাডিসন ওয়েবসাইটের মালিকদের বিরুদ্ধে ৫৭ কোটি ৮০ লাখ ডলারের মামলা দায়ের করে।