তারেক রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রিঅ্যাকশনবিডি : নাশকত ও অর্থ যোগানের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বরখাস্ত হওয়া গাজীপুরের মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে মুঞ্জুরুল আহসান রনিসহ ৩২ জনের নামে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। আজ জয়দেবপুর থানার একটি মামলার অভিযোগপত্রটি গাজীপুর আদালতে পাঠানোর বিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, গত ২১শে জানুয়ারি জেলার জয়দেবপুর থানার মনিপুরে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। মামলার কয়েকজন আসামি গ্রেফতার করে ও তদন্তে পর পুলিশ অভিযোগপত্র তৈরি করা হয়। পুলিশ সুপার আরো জানান, মামলাটির তদন্তে জানা গেছে ২০ দলীয় জোট নেতা তারেক রহমান তার ব্যাক্তিগত সহকারী ব্যবসায়ি লুৎফর রহমান বাদল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বরখাস্ত হওয়া গাজীপুরের মেয়র এম এ মান্নানের ছেলে মুঞ্জুরুল আহসান রনিদের নিয়ে লন্ডনে বৈঠক করে। ওই বৈঠকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে ও সরকারের পতন তরান্বিত করার নির্দেশ, উস্কানি ও অর্থ যোগান দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *